শতভাগ পাশ
প্রগতি বালিকা বিদ্যানিকেতন: জে.এস.সি - ২০১৮ খ্রি: ও ২০২০ খ্রি: এবং এস.এস. সি ২০২০ খ্রি: শতভাগ পাশের রেকর্ড অর্জন করেছে।
স্বল্প খরচ
এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিকট থেকে কোন মাসিক বেতন নেওয়া হয় না এবং জে.এস.সি ও এস. এস. সি পরীক্ষার্থীদের বোর্ড ফী ছাড়া কোন টাকা নেওয়া হয় না।
শিক্ষা কার্যক্রম
প্রগতি বালিকা বিদ্যানিকেতন: ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত পাঠ দানও শিক্ষা কার্যক্রম চালু আছে এবং এন.সি.টি.বির নির্দেশিত নিয়ম অনুসরণ করে পাঠদান করা হয়।
প্রধান শিক্ষিকার বাণী
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বৈশ্বিক চ্যলেঞ্জ মোকাবেলায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনের লক্ষ্যে, ফেনী জেলার অন্যতম বিদ্যাপিঠ ’প্রগতি বালিকা বিদ্যানিকেতন’ দেশ ও বিশ্বের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির হাইওয়ে ইন্টারনেট জগতে প্রবেশ করছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তথ্যের অবাধ বিনিময় অধিকতর সহজ ও সুলভ করে এই বিদ্যাপিঠ ও কার্যক্রমের তথ্যাবলী, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক, শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারী / বেসরকারী অফিস সহ সকলের নাগালে দ্রুত পৌঁছে দেয়াই আমাদের মুল উদ্দেশ্য। এর মাধ্যমে স্বচ্ছতা, গতিশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে দূর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা তথা সুন্দর একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করাই আমাদের ব্রত। ওয়েবসাইটটি বর্তমান সরকারের ’ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে, এ লক্ষ্যে ওয়েবসাইটটি যথাযথ ব্যবহারের মাধ্যমে সকলের সর্বাত্বক সহযোগিতা কামনা করি, ওয়েবসাইটের বিষয়ে সর্বাত্বক সহযেগিতার জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আ.ক.ম সাহিদ রেজা শিমুল এবং সভাপতি জনাব শওকত রেজা বাবুর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।
রত্না রানী মজুমদার, এম এ, বি.এড, প্রধান শিক্ষিকা