প্রগতি বালিকা বিদ্যানিকেতন

প্রতিষ্ঠাকাল : ২০০৬ ইং

প্রতিষ্ঠাতা : জনাব আ.ক.ম সাহিদ রেজা (শিমুল)

 

সংক্ষিপ্ত ইতিহাস

শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষ উন্নয়নের মধ্যে দিয়ে নারীর প্রকৃত ক্ষমতায়নের ভিত্তিভূমি তৈরী করা এবং পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নারী শিক্ষার সুযোগ তৈরী, মেয়ে শিশুদের সু-শিক্ষিত করে সামাজিক উন্নয়নে অবদান রাখা, এই প্রাথমিক লক্ষ্য অর্জনের জন্য রেজা গ্রূপের প্রতিষ্ঠাতাদের মাতা বেগম রওনক আফজা এর দান করা ভূমিতে গ্রূপের প্রতিষ্ঠাতা জনাব আ.ক.ম সাহিদ রেজা শিমুলের ঐক্যান্তিক প্রচেষ্টায় ২০০৬ইং সালের ১লা জানুয়ারী বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথমে প্রতিষ্ঠানটি ঠাকুর হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণীর পাঠদানের মাধ্যমে শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে এর প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন মিসেস রত্না রানী মজুমদার। নিজস্ব কোন অবকাঠামো না থাকায় বিভিন্ন প্রতিকুলতার মধ্যে বিদ্যালয়টি পরিচালিত হতে থাকে। 

স্কুল কমিটির সদস্যরা প্রতিষ্ঠাতা জনাব সাহিদ রেজা শিমুল সাহেবের নিকট বিদ্যালয় পরিচালনার বিভিন্ন প্রতিকুলতার কথা তুলে ধরলে উনার মা বেগম রওনক আফজার সহযোগীতায় নিজস¦ ভূমিতে প্রগতি বালিকা বিদ্যানিকেতনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বেগম রওনক আফজা একজন বিদুষী নারী, তিনি আমৃত্য বিদ্যালয়টির অগ্রগতির সাথে জড়িত ছিলেন। বিদ্যালয় প্রতিষ্ঠার সহযোগীতায় দাতা সদস্য হিসাবে জড়িত আছেন জনাব শওকত রেজা বাবু, জোবেদা বেগম রুমা, নাহিদ রেজা লিজা ও তাহমিনা আফরোজ মিলি। বর্তমানে জনাব শওকত রেজা বাবু বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি।

এ ছাড়াও বিদ্যালয়টি প্রতিষ্ঠার সময় বিভিন্ন ভাবে সহযোগীতা করেছেন সর্ব জনাব বদি মেম্বার (মরহুম), সাহাবুদ্দিন, আলাউদ্দিন পারুল (মরহুম), কুতুব উদ্দিন, লিয়াকত হাসান সবুজ, মহিউদ্দিন, মাস্টার হানিফ, চন্দ্র কিশোর চক্রবর্তী ও মার্কেন্টাইল ব্যাংক রাজনগর শাখার ব্যবস্থাপক শাহদাৎ হোসেন সহ অনেকে।
প্রগতি বালিকা বিদ্যানিকেতন ২০১৩ইং সালে পাঠদানের অনুমতি লাভ করে। ২০১৮ইং সালে নবম শ্রেণী খোলা ও পাঠদানের অনুমতি পায় এবং ২০২০ইং সালে এসএসসি পরীক্ষার অনুমতি লাভ করে। বর্তমানে ২৮ X ১২০ ফুট দোতলা একটি ভবন রয়েছ এবং নিজস্ব জমির পরিমান ৭৮ শতক।

প্রধান শিক্ষক/ অধ্যক্ষ

প্রগতি বালিকা বিদ্যানিকেতন প্রতিষ্ঠার পর থেকে এর প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছেন মিসেস রত্না রানী মজুমদার (এম.এ.বি.এড), প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকালীন সময় গুলো খুব মসৃণ থাকে না, অবকাঠামো নির্মাণ, অনুমোদনের জন্য সরকারী-বেসরকারী অফিসে যোগাযোগ, ছাত্রীর জন্য বাড়ি-বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে যোগাযোগ সবই উনাকে করতে হয়েছে।

 

শিক্ষক এবং স্টাফ সংক্রান্ত তথ্য

ক্রমিক নংনাম পদবী শিক্ষাগত যোগ্যতা মোবাইল নং
জনাবা হোসনেয়ারা বেগম সহকারী শিক্ষকBBS (Library  Science)০১৭০৮-১৯৫২৪৯
জনাবা শাহানা আক্তার সহকারী শিক্ষকMSS (Library  Science)০১৮১৬-৩৬৯৪১৮
জনাব মহিউদ্দিন মহিম সহকারী শিক্ষকMSc (Zoology)০১৬৩৪-২০৩৯৪২
জনাবা কাকলি নাথ সহকারী শিক্ষক

MA (English)

০১৭২২-৪৯০৪৩৪
জনাবা বৃষ্টি দাস সহকারী শিক্ষক

BBA (Management)

০১৮৬৬-৬০৩১০৪
জনাব দিপংকর দাস সহকারী শিক্ষক

BBA (Management)

০১৮১৬-০০০১৪১
জনাব শুকদেব শীল সহকারী শিক্ষক

MSc (Mathematics)

০১৮১৫-২৬০২০৪
জনাবা রত্না রানী দাসক্লিনার

XIII

০১৮৩৫-৮১১২০৮

 

২০২১ সালে শ্রেণী ভিত্তিক শিক্ষার্থী তথ্য

৬ষ্ঠ শ্রেণী৪৯জন
৭ম শ্রেণী৩২জন
৮ম শ্রেণী৩৮জন
৯ম শ্রেণী৪৯জন
১০ শ্রেণী৪২জন
এসএসসি পরীক্ষার্থী২৪জন
সর্বমোট২৩৪জন

 

বর্তমান পরিচালনা কমিটির তথ্যঃ

বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে ২০২০ইং সালের ০৯ ই অক্টোবর পর্যন্ত এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন রেজা গ্রæপের চেয়ারম্যান জনাব আ.ক.ম সাহিদ রেজা শিমুল বর্তমানে রেজা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব শওকত রেজা বাবুর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ঠ পরিচালনা কমিটিঃ-

ক্রমিক নং

নাম

পদবী

মোবাইল নং

জনাব শওকত রেজা বাবু

সভাপতি

০১৭১৪-১০০৬৪২

মিসেস রত্না রানী মজুমদার

সদস্য সচিব

০১৭২১-১৮০০৬৯

মিসেস হোসনেআরা বেগম

শিক্ষক প্রতিনিধি

০১৭০৮-১৯৫২৪৯

জনাব আবদুল খালেক

অভিভাবক প্রতিনিধি

০১৮১১-৬০৭২২১

 

বিগত পাঁচ বছরের সমাপনী পাবলিক পরীক্ষার ফলাফলঃ

বৎসর

জেএসসি

মোট পরীক্ষার্থী

কৃতকার্য

পাশের হার

এসএসসি

মোট পরীক্ষার্থী

কৃতকার্য

পাশের হার

2016 

২৭

২৭

শতভাগ

   

2017 

১৬

১১

৬৯%

   

2018 

২০

২০

শতভাগ

   

2019 

৪১

৩৯

৯৫%

   

2020

৩৩

৩৩

অটো প্রমো

শতভাগ

 

শিক্ষা বৃত্তির তথ্য সমূহঃ

বৎসর

মার্কেন্টাইল ব্যাংক শিক্ষা বৃত্তি

জেএসসি

মন্তব্য

2017 

  

2018 

১৭

  

2019 

  

 

ভবিষৎ পরিকল্পনাঃ


আধুনিক মান সম্মত শিক্ষা নিশ্চিত করে একটি পূর্নাঙ্গ কলেজ-এ রুপান্তর।