স্কুল জীবনে শৃংখলা:
শৃংখলা জীবনের যে কোন জায়গায় সাফল্যের পূর্বশর্ত। বিদ্যালয়ের আঙ্গিনায় শান্তিপূর্ণ ও জন্মগত পরিবেশ বজায় রাখতে শিক্ষর্থীদের অবশ্যই বিদ্যালয়ের বিধি ও নিয়ম মেনে চলতে হবে। বিদ্যালয়ে নির্ধারিত শুরুর সময়ের ৩০ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয় মাঠে পাঠদান শুরুর পূর্ব পর্যন্ত এবং মধ্যান্য বিরতিতে খেলাধুলা করা যাবে।
ইউনিফর্ম এবং পরিচয় পত্র:
প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই স্কুলের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে, সাধারনত বিদ্যালয়ে প্রথম ভর্তি হওয়ার সময় বিদ্যালয় থেকে নির্ধারিত ইউনিফর্মের জন্য কাপড় এবং পরিচয় পত্র প্রদান করা হয়। বিদ্যালয় প্রদত্ত ইউনিফর্ম চিড়ে গেলে অথবা নষ্ট হয়ে গেলে অভিভাবকগণ নিজ দায়িত্বে ড্রেস কোড অনুযায়ী ইউনিফর্ম করে নিবেন।
বিদ্যালয়ে উপস্থিতি:
১) প্রতিটি শিক্ষার্থীকে একটি নিদর্িৃষ্ট সময়ের সময়ের জন্য ৮৫% বিদ্যালয়ে উপস্থিতি থাকতে হবে। যদি কোন শিক্ষার্থী পূর্ব অনুমতি ব্যতীত সাত দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তবে তার নাম রেকর্ড করা হবে এবং ব্যবস্থাপনা কমিটির সির্দ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
২) যদি কোন শিক্ষার্থীকে শৃংখলা বিষয়ে বিতর্কিত দেখা যায় তবে তাকে বোর্ড পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।
৩) কোন শিক্ষার্থী ১০০% উপস্থিত হতে পারলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বিশেষ ভাবে পুরস্কৃত করবে।
ছুটি: সু-নিদর্িৃষ্ট কারণ উল্লেখ করে আইনগত অভিভাবকের আবেদনের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সর্বোচ্ছ ৫ দিনের মঞ্জুর করা যাবে।